আজ বুধবার, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাজিলের সুপারস্টার নেইমারের ইনজুরীতে দুর্বল পিএসজি

নেইমারের ইনজুরীতে দুর্বল পিএসজি
ব্রাজিলের সুপারস্টার নেইমারের ইনজুরীতে দুর্বল পিএসজিনেইমারের ইনজুরীতে দুর্বল পিএসজি
সংবাদচর্চা ডেস্ক:
গত রবিবার রাতে মার্সেইয়ের বিপক্ষে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার ।নেইমারের ইনজুরীর কারণে অনেকটা দুর্বল হয়ে পড়েছে পিএসজি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমার না থাকায় হতাশ ভক্তরা। তবে চিকিত্সকরা ইতোমধ্যেই জানিয়েছেন চোট খুব গুরুতর নয়।

গত ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় পায়ে ব্যথা পান নেইমার। বেশ কিছুক্ষণ মাঠে চিকিত্সা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এরপরেই শঙ্কায় ভুগতে থাকে পিএসজি সমর্থকরা।

লিগ ওয়ানের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েও স্বস্তিতে নেই পিএসজি ভক্তরা। থাকবে কিভাবে? আর মাত্র নয়দিন পরেই যে তাদের ডেরায় যাবে রিয়াল মাদ্রিদ। যাদের কাছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয়ে দগদগে ক্ষতটা বুকে ধারণ করে প্রতিশোধের নেশায় ফুঁসছে প্যারিস। আর এমন একটা ম্যাচে থাকবে না নেইমার!