ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ইন্সপেক্টর নটি.কে’। আশোক পতি পরিচালিত ছবিটিতে টলিউডের নায়ক জিতের বিপরীতে অভিনয় করবেন তিনি।
অশোক পতির পরিচালনায় প্রথম ছবিতে অভিনয় করেছিলেন ফারিয়া। আবারও তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। এ কারণে বেশ উচ্ছ্বসিত বলে জানান ফারিয়া। ছবিতে পুলিশের চরিত্রে ফারিয়া অভিনয় করবেন। অন্যদিকে, জিতকেও ছবিটিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে।
ছবিটি প্রসঙ্গে ফারিয়া বলেন, “আমার প্রথম ছবি ‘আশিকী’র পরিচালক অশোক দাদার সঙ্গে আবার কাজ করতে যাচ্ছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আশা করছি, এই ছবিও অনেক ভালো হবে।”
আগামী ১৭ আগস্ট থেকে ইতালিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান ফারিয়া। ইতালি ছাড়াও বাংলাদেশ ও ভারতে ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া।
এর আগেও জিতের বিপরীতে ‘বাদশা’ ও ‘বস টু’ শিরোনামে দুটো ছবিতে অভিনয় করেছিলেন ফারিয়া। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি দুটি বেশ আলোচিত হয়।