আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ত্রাসী নিয়াজুলকে গ্রেফতার ও ডিসি এসপির নিন্দায় মানববন্ধন

নিয়াজুলকে

সন্ত্রাসী নিয়াজুলকে গ্রেফতার ও ডিসি এসপির নিন্দায় মানবন্ধননিয়াজুলকেনারায়নগঞ্জ প্রতিনিধি:

সিটি মেয়র আইভি নারায়ণগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক শরিফউদ্দিন সবুজসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রশাসনের বিতর্কিত অবস্থান ছিল দাবি করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি)- এসপির প্রতি নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

পাশাপাশি সন্ত্রাসী নিয়াজুলসহ সাংবাদিকের উপর হামলার নির্দেশদাতাকে গ্রেফতারে প্রশাসনের উদ্দেশ্যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা। অন্যথায় প্রশাসনের সকলপ্রকারের সংবাদ বর্জন ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারীও প্রদান করা হয় মানববন্ধন থেকে।

বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এক প্রতিবাদী মানববন্ধন আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব উমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ,প্রবীন ফটো সাংবাদিক সফিউদ্দিন বিটু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল আহমেদ সোহেল, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এশোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক এনামুল হক প্রমূখ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব উমর ফারুক বলেন, ভেবেছিলাম নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ন্যায় পরায়ন। কিন্তু না সেটা ভুল। শরিফউদ্দিন সবুজকে যেভাবে প্রকাশ্যে পেটানো হয়েছে আজকে যদি সেভাবে আপনাকে পেটানো হতো তবে কি করতেন। এতক্ষণে দেখতাম সেই পিস্তল উঁচুকরা নিয়াজুলদের আপনারা ক্রসফায়ারে দিতেন।

জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের প্রতি বলছি, আপনার যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করেন তবে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ঢাকা প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধন করবো এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করব। প্রয়োজনে সারা বাংলাদেশের সাংবাদিকরা নারায়ণগঞ্জে আসবে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচী দেবো।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি এই শহরের মানুষ ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারেন তবে শহর ছেড়ে চলে যান। এই শহরে আপনাদের দরকার নেই।

সন্ত্রাসীরা যখন প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালায় পুলিশ তখন নিরব ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, । ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো প্রশাসন কোন মামলা করেনি। তাদের ব্যর্থতায় পেশাগত দায়িত্ব পালন করকে গিয়ে সবুজ তাপসসহ বারোজন সাংবাদিককে রক্ত ঝড়াতে হয়েছে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন শহরের এক প্রান্তে দাড়িয়ে আরেক প্রান্তকে উস্কানি দিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করে। তাদের এমন ভূমিকার জন্য নিন্দা ও ধিক্কার জানাই।
পাশাপাশি তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ২৪ ঘন্টর মধ্যে যদি নিয়াজুলসহ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় তবে আমরা প্রশাসনের সকল প্রকার সংবাদ বয়কট করতে বাধ্য হবো।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফের সঞ্চালনায় মানববন্ধনে জেলার বিভিন্ন স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।