আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিহত শ্রমিক বাবুর পরিবারের পাশে শ্রমিক নেতা পলাশ

জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  ও ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা কাউসার আহমাদ পলাশের পক্ষ থেকে নিহত ট্রলার বাল্কহেড শ্রমিক বাবুল হোসেন বাবুর পরিবারকে আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে। 

শুক্রবার ২৬শে মার্চ বিকেলে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পক্ষে দ্বীপনগর বেড়িবাঁধ গাবতলী, সাভারস্থ নিহত বাবুল হোসেন বাবুর পরিবারের ( স্ত্রীর) হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ১ লাখ টাকা তুলে দেন ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৪০৪৩ এর সভাপতি এস এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাষ্টার, সহ- সভাপতি মোঃ হারুন মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন মুন্সিগঞ্জ জেলার সভাপতি সালাহউদ্দিন সুকানি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ নাজমুল ইঞ্জিনিয়ার, সহ- প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ইঞ্জিনিয়ার, গাবতলী শাখার সভাপতি মোঃ ইয়াসিন সুকানি, তুরাগ নদী বন্দর কমিটির সভাপতি মোঃ বাশার খান, সাভার শাখার সভাপতি মোঃ কামাল খান ও উপদেষ্টা খাজা বাকী বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য,বাল্কহেড শ্রমিক বাবুল হোসেন বাবু গত ১৯ মার্চ তুরাগ নদীতে বাল্কহেড ও মালবাহী জাহাজের সাথে প্রচন্ড ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। এতে শ্রমিক বাবুল হোসেন বাবু কর্মরত অবস্থায় নিহত হন।

নিহত ট্রলার বাল্কহেড শ্রমিক বাবুল হোসেনের পরিবারের সদস্যরা যাতে দুইবেলা দুমুঠো খেয়েপড়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারে সে লক্ষে শ্রমিক বান্ধব নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নিহত বাবুল হোসেন বাবুর সাত বছর বয়সী একমাত্র কন্যার লেখাপড়ার খরচ সহ যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার পাশাপাশি সরকারের শ্রমিক কল্যান ফান্ড থেকে ওই পরিবার যেনো আর্থিক সহায়তা পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থাও করে দেবেন শ্রমিক নেতা পলাশ ।