আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন থেকে ছিটকে গেলেন ৬ উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করলেও ৬ উপজেলা চেয়ারম্যানের বিষয়ে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বারজজ আদালত। প্রার্থিতা ফিরে পেতে ছয় উপজেলা চেয়ারম্যানের করা আপিল আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি নুরজ্জামানের চেম্বারজজ আদালত আজ (সোমবার) এ আদেশ দেন। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ছয় উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হওয়ার সুযোগ আর থাকছে না।

৬ উপজেলা চেয়ারম্যান হলেন- জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদ, রাজশাহী-৫ নাদিম মোস্তফা, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন ও ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক।