আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

 নবকুমার: আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন (২০২০) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। সভায় বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে হবে। কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তাকে বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

সভায় প্রার্থীরা তাদের মতামত তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সমথিত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা শরিফ আহমেদ টুটুলসহ সাধারণ এবং সংরক্ষিত সদস্য প্রার্থীবৃন্দ।

প্রসঙ্গত দাউদপুরে ভোট গ্রহণ ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।