আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তদন্ত হচ্ছে ফতুল্লা থানার ওসি ও চুনকা সঙ্গে জামায়াতের আমীরের অডিও : এসপি হারুন

প্রেস বিজ্ঞপ্তি

শান্তিপূর্ণ পরিবেশে রূপগঞ্জ সোনারগা আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার দিন ব্যাপী রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি আজ সকাল ১১ টায় প্রথম রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এর পর তিনি সোনারগাঁও থানাধীন কাচপুরস্থিত হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় আড়াইহাজার উপজেলার শিবপুর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা (পুরুষ ও মহিলা) ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এসপি হারুন সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। কোনো প্রকার অরাজকতা নেই।

তিনি বলেন, গতরাতে সোনারগাঁও সাদিপুর ইউনিয়নের বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিষ্ফোরন ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করার সময় পুলিশ বিচক্ষণতার সহিত ২ জন কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে একটি মটরসাইকেল ও একটি ককটেল উদ্ধার করেছে।এ বিষয়ে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।

এসময় সাংবাদিকরা নির্বাচনি প্রসঙ্গ ছাড়া একটি প্রশ্ন করেন যে, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের একজন জনপ্রতিনিধি একটি ঘটনার (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের পিতার সহিত জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা বিষয়ে প্রচারিত অডিও ক্লিপিং) প্রেক্ষিতে ওসি ফতুল্লার বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের কাছে জানতে চান সাংবাদিকরা।

উত্তরে পুলিশ সুপার বলেন বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষন করছি। নিরপেক্ষ তদন্ত হচ্ছে। নিরপেক্ষ তদন্ত শেষ করে বিষয়টি জানানো হবে।