আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনী প্রচারে সিলেটে শেখ হাসিনা

নির্বাচনী প্রচারে

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছেই হযরত শাহ জালাল (রহ), হযরত শাহ পরান (রহ) ও সিলেটের প্রথম মুসলমান বোরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। পরে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।

এর পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে নামাজ আদায় শেষে বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে যাবেন তিনি।

জনসভা শেষে ফেরার পথে সিলেট ক্লাবে বিভাগের নৌকার প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

স্পন্সরেড আর্টিকেলঃ