তাওসিফ মাইমুন: দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেই প্রায় ১০ বছর সংসদের বাইরে রয়েছে বিএনপি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক মাঠের প্রধান বিরোধী দল পুনরায় সংসদেই প্রতিনিধিত্ব করতে চায়।
আগামী ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার কথা চিন্তা করে এগুচ্ছে দলটি। তবে পুলিশ ও সরকার দলীয় লোকদের দ্বারা বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি।
দৈনিক সংবাদচর্চার প্রতিনিধির সঙ্গে আলাপকালে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী কাজ করা সত্ত্বেও সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন কর্তৃক গ্রেফতার ও তাদের দলীয় লোকজন কর্তৃক আমরা হামলার শিকার হচ্ছি। সরকার সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় বলেই এসব কর্মকা-ে লিপ্ত হচ্ছে।
সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করছে দাবি করে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা শুরু না হওয়ার পূর্বেই সরকার দলীয় এমপি মন্ত্রীরা তারা তাদের নির্বাচনের প্রচারণা শুরু করেছে এবং তাদের সাথে পুলিশ প্রটেকশন থাকছে। এ সকল কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যেই পড়ে।
বিএনপির নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, নির্বাচনী প্রচারণার কথা চিন্তা করে ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা এবং কেন্দ্র কমিটির গঠন কাজ সম্পন্ন করেছি। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার ও দেশ নেত্রী বেগম জিয়া মুক্ত করবো এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

