আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই জয়ী হবো: দিপু

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবি সমিতি যৌথ প্যানেল পরিষদে সভাপতি পদ প্রার্থী এড আনিসুর রহমান দিপু বলেছেন, আমাদের প্যানেলে যারা আছে তারা প্রত্যেকেই ছাত্র রাজনীতি করে আসছে। সবাই প্রগতিশীল রাজনীতি করে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী আইনজীবিদের নিয়ে আমরা প্যানেল গঠন করেছি। অতীতে আমাদের লড়াই সংগ্রাম করার ইতিহাস আছে। সেই সাথে স্বৈরাচার সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার ইতিহাস আছে। আমরা যারা নির্বাচনে আছি তারা প্রত্যেকেই আওয়ামীলীগের গুরত্ব পুর্ণ পদে আছি। আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবি সমিতি যৌথ প্যানেল পরিষদ ঐক্য বদ্ধভাবে নির্বাচন করছি।

বুধবার বিকেলে মনোনয়ন দাখিল জমা দেয়ার পরে তিনি এ কথা বলেন।

বিজয়ের ব্যপারে কতটুকু আশাবাদি এমন প্রশ্নের জবাবে আনিসুর রহমান দিপু বলেন, নির্বাচনে জয়ের ব্যপারে আমরা শতভাগ আশাবাদি। এবং সুষ্ট নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই জয়ী হবো। যার যার স্বাধীন ইচ্ছা ও মতামত নিয়ে নির্বাচন করবে। এখানে বাঁধার কোন প্রশ্ন আসে না। পূর্বেও আমরা সবাই আইনজীবী সমিতির নির্বাচনে পাশ করে দায়িত্ব পালন করেছি।

পরে তিনি দিপু পলু পরিষদের পক্ষে মনোনয়ন জমাকারীদের নাম বলেন, সভাপতি পদপ্রার্থী  আনিসুর রহমান দিপু, সিনিয়র সহসভাপতি পদে মো. আনোয়ার হোসেন, সহকারি সভাপতি পদে মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আবু আল মুজাহিদ পলু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, আল মামুন ভূইয়া, আপ্যায়ন সম্পাদক পদে মামুন সিরাজুল মজিদ, লাইব্রেরীয়ান পদে নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে সোহেল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে রঞ্জিত চন্দ্র দে, সমাজ সেবা সম্পাদক পদে আবদুল্লাহ রোমান মোল্লা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এমদাদ হোসেন সোহেল, সদস্য পদে মো. আলী আকবর, আবদুর রহিম, মাসুম ভূইয়া, অলি।

উল্লেখ্য, ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার মনোনয়ন দাখিল শেষ হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ থেকে ১৯ জানুয়ারি। চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ ২০ জানুয়ারি। ২৯ জানুয়ারী নির্মাণাধীন বারভবনের নিচতলায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আরআই/ এসএএইচ

স্পন্সরেড আর্টিকেলঃ