আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিতাইগঞ্জে অগ্নিকান্ড

নিতাইগঞ্জে অগ্নিকান্ড
নিতাইগঞ্জে অগ্নিকান্ড

নিতাইগঞ্জে অগ্নিকান্ড

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের  নিতাইগঞ্জে ঋষিপাড়া বস্তিতে  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৬টি বস্তিঘর পুড়ে গেছে।শনিবার বেলা১২টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি এবং হাজীগঞ্জ স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।তবে  ক্ষয়ক্ষতির পরিমান শেষ খবর পাওয়া পর্যন্ত  নিরুপন করা সম্ভব হয়নি।

তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বস্তির জগদিশের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঋষিপাড়া এলাকায় ৬জনের মালিকানাধিন ৬টি বস্তিতে মোট তিনশত বস্তিঘর রয়েছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সানাউল হক বলেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত।