ভারতের লোকসভা নির্বাচনে আমেথি আসনে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির চেয়ে অনকে পিছিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । খবর এনডিটিভির লোকসভা নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রকাশিত ফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। অনেক পিছিয়ে রয়েছে কংগ্রেস। ২০০৪ সাল থেকে আমেথি আসনে জয়লাভ করে আসছেন রাহুল। ফলে এই আসনে এবারও তার জয় আশা করেছিল দলটি।
উত্তর প্রদেশের লখনৌ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত আমেথি গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্র। এটি উত্তর প্রদেশের একটি বিরাট গ্রামীণ এলাকা। ভারতের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৪ সালে রাহুলের কাছে হেরেছিলেন তিনি।
আমেথিতে পিছিয়ে থাকলেও রাহুল এগিয়ে আছেন কেরালার ওয়ানাডে। এবার দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল।
বৃহস্পতিার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫৪২ আসনের মধ্যে ফল প্রকাশ হয়েছে ৫২০টি আসনের। এর মধ্যে বিজেপি পেয়েছে ৩০৪টি আসন, কংগ্রেস ১১৯, অন্যান্য ৯৭।