আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজ রথীশ চন্দ্রকে ফিরে পেতে হাতীবান্ধায় মানববন্ধন

নিখোঁজ রথীশ চন্দ্রকে

নিখোঁজ রথীশ চন্দ্রকে

লালমনিরহাট প্রতিনিধি :
রংপুর জেলা বিশেষ জজ আদালতের সরকারী কৌশলী(পিপি) রথীশ চন্দ্র ভৌমিক অপহরনের প্রতিবাদে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পূজা উদযাপন কমিটির ব্যানারে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে এ মাববন্ধন কর্মসুচি পালিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু কিশোব চন্দ্র সিংহ, সাধারন সম্পাদক বাবু উপেন্দ্রনাথ রায়, কমিটির সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার সিংহ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তিরাণী সরকার, অধ্যক্ষ বিধু ভূষন রায়, হিন্দুবদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক ধনঞ্জয় কুমার রায়, ও পবিত্র কুমার রায় প্রমুখ।

মানববন্ধন শেষে আগামী শনিবার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত দেশ ব্যাপী ঘোষিত হলতাল, অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালনে সক্রিয় অংশগ্রহনের ঘোষনা করা হয়।

এরআগে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গেটে মানববন্ধনে মিলিত হয়।

প্রসঙ্গত, ৩০ মার্চ শুক্রবার ভোর থেকে রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হন।