না.গঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল
টি.আই.আরিফ :
নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল ও সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত বিএনপির সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, বিএনপি নেতা সুমন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন ও তার সমর্থকেরা। গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে আড়াইহাজার পৌর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মশাল মিছিলে শত শত লোক অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলীয় প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। গতরাতে বিএনপির সাবেক ৩ বারের এমপি আতাউর রহমান আঙ্গুর দৈনিক সংবাদচর্চাকে জানান, শেষ পর্যন্ত আমি মাঠে থাকবো। আমি নির্বাচন করবো।

