নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। রবিবার (২১ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদসহ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এ বৈঠকে অংশগ্রহণ করেন। এতে ছাত্রদলের ভবিষ্যত কর্মসূচি ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয় বলে জানিয়েছেন মহানগরের নেতারা।
বৈঠকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার বাদলের সাথে মতবিনিময় করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় দলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের পথ নিয়ে আলোচনা করা হয়। একই সাথে আগামীদিনের কর্মসূচী পালনের লক্ষে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা হয়।
এ সময় উপস্থিত মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের নেতা অহিদুর রহমান সাক্কু, জনি, জিয়া, সাকিল, শাহীন, হারুন, রাসেল, সাগর, মিঠু, মেহেদী, রাজু, হিরা, ইব্রাহিম সহ প্রমুখ।