আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ মহানগর যুবলীগের ভুল

নবকুমার: : বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের বড় মামা, বরিশাল-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনুর আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার ব্যানারে আবুল হাসনাত আব্দুল্লাহ’র পদবি লিখতে ভুল করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। সেখানে আবুল হাসনাত আব্দুল্লাহকে বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের সদস্য বানানো হয়েছে। যা ভুল। সত্যটা হলো আবুল হাসনাত আব্দুল্লার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আব্দুর রব সেরনিয়াবাতকে হত্যা করে। তিনি বঙ্গবন্ধুর ভগ্নিপতি । প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ফুফা‌তো ভাই ৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ। মহানগর যুবলীগের এত বড় ভুলকে ভালো চোখে দেখছে না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছে এ কেমন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। তারা তাদের নেতাদের ইতিহাস জানে না। তারা কি আওয়ামী রাজনীতি করে? আর যুবলীগের কেন্দ্রীয় কমিটি তার পরিচয় উল্লেখ করে দিয়েছে।