রাজনৈতিক প্রতিবেদক
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাসকুল ইসলাম রাজিবের নির্দেশে ইফতার সামগ্রী বিতরণ করেন ছাত্রদল নেতা রুহুল আমিন।
মহানগর ছাত্রদলের সহ সভাপতি হামিদুর রহমান সুমনের সার্বিক সহযোগিতায় ওই ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, মাহাবুব রহমান, মিজান ও ইমন প্রমূখ।
এ বিষয়ে ছাত্রদলের সহ সভাপতি হামিদুর রহমান সুমন জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ এই কার্যক্রম চলমান থাকবে।
এসএমআর

