জাকজমকভাবে নারায়ণগঞ্জ বার একাডেমীর ৯৪ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৩ জানুযায়ী শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এরপর বার একাডেমী স্কুল প্রাঙ্গনে পায়রা উড়িয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়।
রজতজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বন্ধন পরিবহনের চেয়ারম্যান মোঃ জুয়েল হোসেন, বার একাডেমীর শিক্ষক মাওলানা ওবায়দুল হক, রতন্ত্র ভূষণ রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, আলী হোসেন ও মোঃ সৈকত আলী।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মোঃ জুয়েল হোসেন বলেন, স্যারদের হাতে মাইর না খেলে আমি বন্ধনের চেয়ারম্যান হতে পারতাম না। আজকে স্টেজে উঠে বক্তব্য দিচ্ছি এটাও স্যারদের জন্যই সম্ভব হয়েছে। এই মঞ্চে উঠে নিজেকে ধন্য মনে করছি। আমি কখনও এর চেয়ে নিজেকে সম্মানিত মনে করিনি। স্যারদের কারণেই আমি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি। আমার বন্ধু কবি হতে পেরেছে। আমার অন্যান্য বন্ধুরা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, আমার সন্তানকে যখন পড়াশোনার কথা বলি তখন সবার আগে বলি স্যারদের কথা শুনার জন্য। স্যারেরা যেভাবে বলে ঠিক সেভাবে চলার জন্য বলি। স্যারদের আমি সবসময় কৃতজ্ঞ। তাদের ঋণ কখনও শোধ করার মতো না।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, মা বাবা যেভাবে সন্তানদেরকে গড়ে তুলে তেমনিভাবে শিক্ষকরাও তাদের ছাত্রদেরকে তেমনিভাবে গড়ে তুলে। মা বাবার পরেই শিক্ষকের স্থান। তোমরা সকলেই প্রতিষ্ঠিত হও, তোমাদের জন্য সবসময় শুভ কামনা করি।
এসময় স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন বার একাডেমীর প্রাক্তন ছাত্র সুজন, সোহেল, শহীদ, জাকির, নাদিম, কবি মাহবুব এলাহী ও হারুন অর রশিদ।