আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নগরীর বঙ্গবন্ধু সড়কে এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর চাষাড়া চত্ত্বর থেকে বের হয়ে নগরী প্রদক্ষিন করে শোভাযাত্রা জেলা প্রশাসকের ভাঙ্গলো বাড়ি গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম রেজা, সিনিয়র সহকারী কমিশনার সারাওয়াত মেহজাবীন, সহকারী কমিশনার (নেজারত ডেপুটি কালেক্টর) জ্যোতি বিকাশ চন্দ্র, সহকারী কমিশনার (গোপনীয়) মো. উজ্জল হোসেন প্রমুখ।