সংবাদচর্চা রিপোর্ট
অগ্নিকান্ড যেন বাংলাদেশে থামছে না। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে কয়েকদিন পর পর ঘটছে ভয়াবহ অগ্নিকান্ড । পুরান ঢাকার পর সবশেষ গত ২৮ মার্চ বৃহস্পতিবার অগ্নিকান্ড ঘটেছে বনানীতে একটি বহুতল ভবনে। সেখানেও ঘটেছে ২৫ জনের প্রাণহানি। একের পর এক অগ্নিকান্ডে প্রাণ ঝরছে।
এদিকে নারায়ণগঞ্জেও রয়েছে প্রচুর বহুতল ভবন যেখানে নাই অগ্নি নির্বাপনের সু ব্যবস্থা। এ সকল মার্কেট কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে জেলার মোট ৭৫টি মার্কেটে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন ও জননিরাপত্তা মূলক দিক থেকে ঝুঁকিপূর্ণ ও খুব ঝুঁকিপূর্ণ হিসেবে দুই ভাগে ভাগ করা হয়। গত বছরের শুরুতে নারায়ণগঞ্জে উক্ত ৭৫টি মার্কেটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু পুনরায় মার্কেটগুলো পরিদর্শন করে কোনো প্রকার বাস্তবায়ন না দেখা গেলে সম্প্রতি সার্ভিস পুনরায় মার্কেটগুলোকে নোটিশ পাঠায়।
ফায়ার সার্ভিসের তালিকায় অতি ঝুঁকিপূর্ণ ২০টি ভবন হলো
কালিরবাজারে অবস্থিত সোহেল টাওয়ার, চাষাঢ়ায় অবস্থিত সোনারবাংলা সমবায় মার্কেট, রূপগঞ্জে অবস্থিত গাউছিয়া মার্কেট, কালিরবাজারে অবস্থিত সখিনা মঞ্জিল, কালিরবাজারে অবস্থিত নওয়াব প্লাজা, এসি ধর রোডে অবস্থিত আলিম প্লাাজা, কালিরবাজারে অবস্থিত হক প্লাজা, সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত সিকদার ম্যানশন, সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত লাল মিয়া মার্কেট, কালিরবাজারে অবস্থিত সুরুজ আলি মার্কেট, কালিরবাজারে অবস্থিত কাজী ভবন, কালিরবাজারে অবস্থিত ফাতেমা টাওয়ার, শায়েস্তাখান রোডের ১২/১ ফ্রেন্স মার্কেট, শায়েস্তা খান রোডের ৭ ফ্রেন্স মার্কেট, শায়েস্তা খান রোডের ফ্রেন্ডস মার্কেট (ওয়াহিদ প্লাজা), বিএসএম মালেহ রোডে অবস্থিত হাবিব শপিং কমপ্লেক্স, নয়ামাটিতে অবস্থিত অর্চনা মার্কেট, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নুর ভিলা মার্কেট, সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত জামির আহমেদ মার্কেট, টানবাজারে অবস্থিত আল জয়নাল অলংকার প্লাজা।
ফায়ার সার্ভিসের তালিকায় ঝুঁকিপূর্ণ ৫৫টি ভবন হলো
চাষাঢ়ায় অবস্থিত সমবায় নিউ মার্কেট, বেলী টাওয়ার, খাজা সুপার মার্কেট, শান্তনা মার্কেট, সিটি কর্পোরেশন মার্কেট, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত লুৎফা টাওয়ার, জামান টাওয়ার, হক প্লাজা, দেওভোগে অবস্থিত হৃদম প্লাজা, কালিরবাজারে অবস্থিত শ্রীশ্রী জয় কালির মন্দির, ৫৫/১ মালেহ রোডে অবস্থিত রিভার ভিউ কমপ্লেক্স, টানবাজারে অবস্থিত ফারজানা টাওয়ার, ৫৫/২৭ মালেহ রোডে অবস্থিত রিভার ভিউ কমেপ্লেক্স, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ডিআইটি মার্কেট (১নং থেকে ৫নং ভবন), লঞ্চঘাটে অবস্থিত ডিআইটি মার্কেট, বঙ্গবন্ধু সড়কে আজহার মার্কেট, গুলশান মার্কেট, টানবাজারের হাশেম ট্রেড সেন্টার, বঙ্গবন্ধু সড়কে পানোরামা প্লাজা, সায়াম প্লাজা, চাষাঢ়ায় অবস্থিত কে এফ টাওয়ার, দিগুবাবু বাজারে নয়ন সুপার মার্কেট, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত জলিল সুপার মার্কেট, গুলশান সিনেমা হল মার্কেট, নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নিউ জামের মার্কেট, এফ রহমান সুপার মার্কেট, ওয়ালী সুপার মার্কেট, দেওভোগে অবস্থিত সোহরাওয়ার্দী মার্কেট, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত জনতা সুপার মার্কেট, রিয়াজ সুপার মার্কেট, জেএস সুপার মার্কেট, হাজী আব্দুল মোতালেব সুপার মার্কেট, হাকিম মার্কেট, বর্ষণ সুপার মার্কেট, স্বপ্ননীড় ফাতেমা পয়েন্ট, আলি আহমেদ চুনকা সড়কে অবস্থিত শেরে বাংলা মার্কেট, গ্রীন সুপার মার্কেট, ডায়মন্ড সিনেমা হল মার্কেট, বিনোদন সুপার মার্কেট, থানা পুকুরপাড়ে অবস্থিত মসজিদ মার্কেট, বন্দরে অবস্থিত সুরুজ্জামান টাওয়ার, মোগড়াপাড়ায় অবস্থিত আম্বিয়া মার্কেট, মোগড়াপাড়ায় অবস্থিত সোনারগাঁও শপিং কমপ্লেক্স, মোগড়াপাড়ায় অবস্থিত জালাল টাওয়ার, মোগড়াপাড়ায় অবস্থিত রহমান ম্যানশন, রূপগঞ্জে অবস্থিত হাবিব ট্রেড সেন্টার, মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত নূর সুপার মার্কেট, মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত আইয়ুব প্লাজা, মেঘনাঘাটে অবস্থিত নিউ টাউন শপিং কমপ্লেক্স।