সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ২৮ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন। ঢাকা রেঞ্জ অফিসে কর্মরত একজন পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসোলশনে থেকে সুস্থ হয়েছেন।
এছাড়াও একবার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে আরো ২০ জনের। তাদের ১৮ মে আবার স্যাম্পল নেয়া হয়েছে। ১৯ মে টেস্ট রিপোর্ট পাওয়া যাবে। এ পর্যন্ত জেলা পুলিশের মোট ১১৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এসব আক্রান্ত সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবার এবং প্রয়োজনীয় ঔষধ, পথ্য সরবরাহ করা হচ্ছে। বেশিরভাগ সদস্য জেলা পুলিশের আইসোলেশন সেন্টার ও নিজ বাসায় থেকে সুস্থ হচ্ছেন। করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যগণ সাধারণ মানুষের সেবায় করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে কর্তব্য পালন করতে গিয়ে আক্রান্ত হন। সঠিক পরিচর্যা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন।