নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৭০ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। করোনায় মারা গেছেন আরো ২ জন। রোববার ১৪ জুন সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত দাঁড়ালো ৪০৭৪, মৃত্যু মোট ৯৬।
এক দিনে ৩১৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ হলো ১৮৭৫৩। নতুন সুস্থ হয়েছেন ২১০ জন, এ নিয়ে মোট করোনা রোগী সুস্থের সংখ্যা ১৫৩৮ জন।করোনাভাইরাস নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্তার বেরেই চলছে। স্বাস্থ্য বিভাগ নারায়ণগঞ্জ জেলার করোনা সংক্রান্ত তথ্য ৫টি উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সহ ৬টি এলাকা চিহ্নিত করছেন।
এলাকা ভিত্তিক সেই তথ্যে মতে সর্বশেষ পরিস্থিতি-
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
এ এলাকায় চব্বিশ ঘন্টায় ১০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, মোট নমুনা সংগ্রহ ৫৬৬১। নতুন করে নাসিক এলাকায় আক্রান্ত ৩১। নাসিক এলাকায় মোট আক্রান্ত ১৪৬৮। নগরীর এলাকায় মোট মৃত্যু ৫৬ জনের। এনসিসি এলাকায় মোট সুস্থ হয়েছেন ৬৭৪ জন।
সদর উপজেলা
চব্বিশ ঘন্টায় এ উপজেলায় ১৬ নমুনা সংগ্রহ করা হয়েছে, এনিয়ে মোট নমুনা সংগ্রহ ৩৮৮০। নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন, মোট আক্রান্ত ১০৬২। মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়েছেন ৪৭১ জন।
আড়াইহাজার উপজেলা:
চব্বিশ ঘন্টায় এ উপজেলায় ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, মোট নমুনা সংগ্রহ ১৮৪০।
পূর্বের নমুনা সংগ্রহের রিপোর্টের মতে নতুন করে ১১জনসহ, উপজেলায় মোট আক্রান্ত ৩৬৮।
এ যাবত ৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১১৮জন।
বন্দর উপজেলা
চব্বিশ ঘন্টায় এ উপজেলায় ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, মোট নমুনা সংগ্রহ ৮৪৫। নতুন করে ১ জনসহ উপজেলায়, মোট আক্রান্ত১২৩। মৃত্যু ৩ জনের। সুস্থ হয়েছে ৩০ জন।
রূপগঞ্জ উপজেলা
চব্বিশ ঘন্টায় উপজেলায় ১১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, মোট নমুনা সংগ্রহ ৫১১৭। এই উপজেলায় নতুন করে ৪জনের করোনা শনাক্ত হয়েছে, মোট আক্রান্ত ৭০৪। মৃত্যু ২ জনের। সুস্থ হয়েছেন ১৯২ জন।
সোনারগাঁও উপজেলা
চব্বিশ ঘন্টায় এ উপজেলায় ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪১০। নতুন করে করোনা ভাইরাসে আরও ৬ জন শনাক্ত হয়েছে, মোট আক্রান্ত ৩৪৯।