আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে মহাজোটের নিরঙ্কুশ বিজয়

জয়ের পাল্লা ভারী

নবকুমার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। নারায়ণগঞ্জের ৫ টি আসনে মোট ভোটার ছিলো ২০লাখের অধিক। ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। ১৫ টি প্রতীকে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নারায়ণগঞ্জের ৫ টি আসনে মহাজোটের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন।

নারায়ণগঞ্জ ১ আসনে (রূপগঞ্জ) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মনিরুজ্জামান কে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৫৮ ভোট ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মনিরুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮শ ৩২ ভোট।

নারায়ণগঞ্জ ২ ( আড়াইহাজার) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদকে পরাজিত করেছেন। তবে ভোট কারচুপির অভিযোগে নজরুল ইসলাম আজাদ পুন নির্বাচনের দাবি জানিয়েছেন। নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম আজাদ ধানের প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৫২ ভোট ।

নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান কে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তবে রবিবার দুপুরে ভোটকারচুপির অভিযোগে মান্নান ভোট বর্জন করেছে। লিয়াকত হোসেন খোকা লাঙল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট।

নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাশেমীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শামীম ওসমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট।

নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত নাগরিক ঐক্যের এস.এম. আকরাম কে পরাজিত করেছেন। তবে এ আসনে এস এম আকরাম ভোট কারচুপির অভিযোগ করেছেন। সেলিম ওসমান লাঙল প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষের এস এম আকরাম পেয়েছেন ৫১ হাজার ১৩১ ভোট।