কাঁচপুরে যাত্রীবাহী বাসের চাপায় ছাত্রী আহত
মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর-আগ্নি সংযোগ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে আবারো একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় সাদিয়া আক্তার (১৫) নামে ৯ম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনার পর ঐ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এসময় একটি গাড়িতে আগুনও দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ওই বিদ্যালয়ের সামনে তারাবগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় এ দূর্ঘটনাটি ঘটে। বেলা ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী সাধারন চরম ভোগান্তির শিকার হয়েছে।
আহত ছাত্রী সাদিয়া আক্তার সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার মিন্টু মিয়ার মেয়ে এবং ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।
ছাত্র-ছাত্রী ও প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর উমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ৯ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার রাস্তা পারাপারের সময় তারাবগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে সে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর বিদ্যালয়ের সহপাঠীরা জানার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং একটি গাড়িতে আগুন দেয়।
কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক দ্রুত ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া এ ঘটনায় দায়ী যাত্রীবাহী বাসের চালক ও হেলপারকে আটক করার জন্য চেষ্ঠা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।