আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে বাদ পড়া ভোটাররা ছবি তুলবে ৩০ ও ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড এবং ৭টি ইউনিয়ন পরিষদ এলাকার বাদ পড়া ভোটাররা ছবি তুলতে পারবেন আগামী ৩০ ও ৩১ অক্টোবর। ওই দু’দিন ফতুল্লার সস্তাপুরের সদর উপজেলা পরিষদের কার্যালয় সংলগ্ন কমর আলী হাই স্কুল এন্ড কলেজে ছবি তুলতে পারবেন বাদ পড়া ভোটাররা।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ এলাকার যেসকল ভোটাররা ছবি তুলতে বাদ পড়েছেন তারা সস্তাপুরের কমর আলী হাই স্কুল এন্ড কলেজে ছবি তুলতে পারবেন। অপরদিকে সদর উপজেলার আওতাধীন সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড অর্থাৎ সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড ও শহরের ৮টি ওয়ার্ডের বাদ পড়া ভোটাররা ছবি তুলতে পারবেন।

এদিকে নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, যদি কোন ইউনিয়ন পরিষদ কিংবা সিটি করপোরেশনের ওয়ার্ডে কোন জনপ্রতিনিধি তাদের ব্যাক্তিগত স্বার্থের কারণে কোন নতুন ভোটারদের ছবি তুলতে বাধা দিয়ে তাকে তাহলেও তাদের জন্য সুযোগ রয়েছে। যদি কাউন্সিলর কিংবা মেম্বাররা ওই নতুন ভোটারের ফরমে সত্যায়ন না করে থাকেন তাহলে নারী মেম্বারদের মাধ্যমে ওই নতুন ভোটার সত্যায়ন করে আনতে পারবেন।

উল্লেখ্য গত ২০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তুলতে বাধা দেয়ার অভিযোগ উঠে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর জমশের আলী ঝন্টুর বিরুদ্ধে। ওইদিন সকালে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা নন এমন নতুন ভোটারদেরকে ছবি তুলতে বাধা দেয়া হয়। কাউন্সিলরের বাধায় অনেক নতুন ভোটার ছবি তুলতে না পেরে ফিরে গেছেন।