সংবাদচর্চা রিপোর্ট
করোনা ভাইরাসে প্রার্দূভাবে দিনকে দিন বেড়েই চলেছে সংক্রমণ। চতুর্থ ধাপে পৌছানো নারায়ণগঞ্জ জেলায় ফের বাড়তে শুরু করেছে করোনা রোগী। জানা গেছে, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে দু’জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। সেই সাথে সুস্থ হয়ে ফিরেছেন তিনজন।
জানা গেছে, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৩ জন। জেলায় মোট মৃত্যু ১১ জনের। সুস্থ হয়েছেন ৬ জন। এরই মধ্যে জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭১ জনের। গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা হয়েছে ৫০ জনের। জেলায় আইসোলেশনে আছেন ৯৩ জন। এদের মধ্যে আড়াইহাজারে ৩ জন, বন্দরে ৪ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ৬৮ জন, সদরে ১৫ জন ও রূপগঞ্জে ৩ জন। জেলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্দরে একজন, নাসিক এলাকায় সাতজন ও সদরে তিনজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় শনাক্ত ২৪ জনের মধ্যে বন্দরে একজন, নাসিক এলাকায় ২০ জন, সদরে তিনজন রয়েছেন।
এসএমআর