আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে তাজিয়া মিছিল বন্ধঃ এসপি জায়েদুল আলম

নিজস্ব প্রতিবেদকঃ

আগামি রোববার পবিত্র আশুরাকে ঘিরে শহরের খোলা স্থানে কোন তাজিয়া মিছিল ও সমাবেশ করা যাবে না। তবে ঘরোয়া ভাবে ধর্মিয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে।

মঙ্গলবার ২৫ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ইতিমধ্যেই পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামি রোববার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।

আশুরা উপলক্ষে যে কোন তাজিয়া মিছিল ও সমাবেশ বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ইনডোরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।