আজ বুধবার, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে চ্যানেল আই এর প্রকৃতি মেলা উদযাপন

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন’ এই স্লোগানকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শহরে প্রাণকেন্দ্র চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কস্থ জেলা সাংবাদিক ইউনিয়নের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

সকালের বৈরী আবহাওয়ার মাঝেও শোভাযাত্রায় অংশ নেন প্রকৃতি প্রেমী মানুষেরা। চ্যানেল আইয়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার নেতৃত্বে এ শোভাযাত্রা আয়োজন করা হয়। প্রকৃতি রক্ষা ও সুন্দর জীবনের লক্ষ নিয়ে ফাউন্ডেশনের কর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব ভবনের সামনে শেষ হয়।