আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

না. গঞ্জে করোনায় নতুন সনাক্ত ৫৭ জন

সংবাদচর্চা অনলাইনঃ

করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে ৫৭ জন। এই নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫১৪৮ জনে।

মঙ্গলবার ৩০ জুন সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।  

সূত্রটি আরও জানায়, গত চব্বিশ ঘন্টায় সিটি কর্পোরেশন এলাকায় ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন ও রূপগঞ্জ উপজেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, সদর উপজেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা ৮জন, সোনারগাঁয়ে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, বন্দর উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন এবং আড়াইহাজারে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। এসময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু ঘটেনি বলেও জানানো হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ৪১৮ টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১৫ ও পাঁচটি উপজেলায় ৪২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।