আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে অভিযান চালিয়ে ২০০কেজি জাটকা উদ্ধার

না-গঞ্জে-অভিযান-চালিয়ে

না.গঞ্জে অভিযান চালিয়ে ২০০কেজি জাটকা উদ্ধারনা-গঞ্জে-অভিযান-চালিয়ে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার পাগলাকোস্ট গার্ডের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লার তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার এম তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোপন সংবাদের মাধ্যমে  ধলেশ্বরী নদীতে এমভি কোকো-১ ও আবে জমজম যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২০০ কেজি অবৈধ জাটকা উদ্ধার করা হয়েছে।

যা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের মোঃ মোজাম্মল হক এর নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য  ৬০,০০০/০০ টাকা। জব্দকৃত জাটকাগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক নারায়ণগঞ্জ জেলার ১১টি মাদ্রাসা/এতিমখানায় বিতরণ করেন।

কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, বিএন বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অঙ্গীকারাবদ্ধ।