নারায়ণগঞ্জ শহরের বংশাল এলাকাতে (সুতারপাড়া হিসেবে পরিচিত) অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা সুতা আটক করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।
বন্ডের অপব্যবহার করে শুল্কমুক্ত কোটায় আমদানি করা কাপড় খোলাবাজারে বিক্রির অভিযোগে ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবির কমিশনারের নির্দেশনায় ডেপুটি কমিশনার রেজভী আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সুতারপাড়া এলাকার সাহা ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের গোডাউন থেকে প্রায় ১০ টন সুতা আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
অভিযান প্রসঙ্গে ডেপুটি কমিশনার রেজভী আহমেদ বলেন, এই মুহূর্তে আমরা কাউকে গ্রেফতার করছি না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ফৌজদারী মামলা দায়ের করা হবে এবং সেই মামলার পরিপেক্ষিতে হয়তো কেউ গ্রেফতার হতে পারেন।