আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে অবৈধ গ্যাস সংযোগকারিকে জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরে ভ্রাম্যমান আদালত অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার ২৬ ফেব্রুয়ারী  সকালে বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছসহ সঙ্গীয় ফোর্স গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ  রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকালে  ছবির আহাম্মদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩০) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে সুমন (২৮)কে আটক করে। ওই সময় পুলিশ আটকৃতদের কাছ থেকে ১টি কোদাল, ২টি শাবল ও ১০ ফুট পাইপ উদ্ধার করে। পরে পুলিশ বুধবার সকালে আটককৃতদের বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে ওই সময় উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান তাৎক্ষনিক ভ্রম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সর্বশেষ সংবাদ