আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জের ৪ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের আরও ৪ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে তাদের সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিল করে ১৮ অক্টোবর গেজেট জারি করা হয়েছে। জামুকার ৬৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল।সনদ বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের মো. তারা মিয়া, মো. নুরুল ইসলাম, মৃত মো. আ. জলিল, মো. আ. হাকিম । সুত্র:( ইত্তেফাক)। এছাড়া সারা দেশে আরও ২৬ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

সর্বশেষ সংবাদ