আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জবাসীকে বিএনপি নেতা নাসিরের ঈদ শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও তারাব পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন। শুক্রবার (৩১ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় নারায়ণগঞ্জবাসী। দেশ মহা সংকটের মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারির মধ্যে আমরা এবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করছি। এটা আমাদের ত্যাগের আনন্দের দিন। আমাদের নেতা তারেক রহমান লন্ডনে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমরা চেষ্টা করছি পবিত্র ঈদুল আযহায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকার জন্য। বিনা প্রয়োজনে আমরা কেউ ঘর থেকে বের হবো না। সবাই মাস্ক পরুন ,সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় এবং কোরবানী করুন। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।