আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জকে নিয়ন্ত্রণ করছে নারীরা : হাছিনা গাজী

নবকুমার:

তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন , সারা বাংলাদেশের মধ্যে নারীর ক্ষমতায়নে নারায়ণগঞ্জ রোল মডেল। এই জেলা দুই জন নারী মেয়রের দায়িত্ব পালন করছেন । তার মধ্যে রয়েছে নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী । উনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ শহরকে নিয়ন্ত্রণ করছেন। আর আমি হাছিনা গাজী তারাব পৌর সভার মেয়র। তাছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সদর, বন্দর উপজেলার তিন নির্বাহী কর্মকর্তা মহিলা। সুতরাং নারায়ণগঞ্জকে এখন নিয়ন্ত্রণ করছে নারীরা। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কল্যাণে। আগামীতে এই জেলা নারীর ক্ষমতায়ন আরো বাড়বে।

তিনি বলেন, নারীরা পুরুষের চেয়ে ভালো দায়িত্ব পালন করছে। অনেক সময় নারীদের কাছে হেরে যাচ্ছে পুরুষ।

রবিবার ( ৮ মার্চ) সকালে তারাব পৌরসভা কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হাছিনা গাজী এসব কথা বলেন।

তিনি বলেন , স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী নারীদেরকে চার দেয়ালে বন্দী রাখতে চেয়েছে কিন্তু পারে নাই।  বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নারী সমাজকে মুক্ত করেছেন। তিনি নারীদেরকে প্রশাসন এবং দলীয় কর্মকান্ডে অধিক হারে অন্তভুক্ত করেছেন। নারীরা আজ নিজের পায়ে দাঁড়াচ্ছে। দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

হাছিনা গাজী বলেন, নারীদের বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। পুরুষের প্রেরণার উৎস নারী। শিক্ষিত জাতি গঠনে নারীর অবদান সবচেয়ে বেশি।

মেয়র বলেন, সমাজের কিছু জায়গায় নারীরা এখনো নির্যাতিত হচ্ছে । তারা মুজুরী বৈষম্যের শিকার । সেই জায়গাগুলোতে সরকারকে নজর দিতে হবে। নির্যাতনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদী হতে হবে।

আলোচনা সভা শেষে তারাব পৌরসভা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্বে দেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপ‌জেলা ম‌হিলা সংস্থার কর্মকর্তা সাহারা খাতুন, তারাব পৌরসভার কাউন্সিলর আসমা বেগম, লায়লা পারভীন, জোসনা বেগম, আনোয়ার হোসেন, পৌর ম‌হিলা লী‌গের সভাপ‌তি হা‌সি বেগম, সাধারন সম্পাদক ছালমা বেগম, পৌর যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি সান‌জিদা পারুল, সাধারন সম্পাদক শি‌ল্পী আক্তার, তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন, সচিব তাজুল ইসলাম প্রমুখ।