আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসির উদ্দিনের নিন্দা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিনের বাড়িতে রাতের আধারে ডিবি পুলিশের অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো: নাসির উদ্দিন। গতকাল তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। নাসির উদ্দিন বলেন, সরকার আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিরোধী দলের নেতাদের দমানোর জন্য তাদের বাড়িতে ডিবি পুলিশ দিয়ে তল্লাশির নামে হয়রানি করছে। একটা গণতান্ত্রিক দেশে এসব হতে পারে না। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।