আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিরের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন মো: নাসির উদ্দিন। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নাসিরউদ্দিনের সভাপতিত্বে রূপগঞ্জে জিন্দা পার্কের পাশে জিন্দা গ্রামে জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মহফিল হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
এর আগে ১৮ জানুয়ারি রাতে কেন্দ্রীয় বিএনপি থেকে তাকে দায়িত্বভার দেয়া হয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করে।

নাসির উদ্দিন আহমেদ জেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তৈমূর আলম খন্দকারকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল।

সূত্র জানায়, মনিরুল ইসলাম রবি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তৈমূরের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করায় তাকে ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে নাসিরকে আনা হয়।
একাধিক নেতা জানায়, বহিস্কার নিয়ে খেলছে সাবেক জেলা বিএনপির আহবায়ক কাজী মনিরুজ্জামান।