সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ৪নং ওর্য়াডে ল্যকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় মায়েদের মধ্যে কার্ড বিতরন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ৪নং ওর্য়াড কাউন্সিলরের অস্থায়ী কার্যলয়ে ওর্য়াড কাউন্সিলর আরিফুল হক হাসান ৪১ জন দুঃস্থ দুগ্ধ মাতার মধ্যে এ কার্ড বিতরন করেন। এসময় নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান বলেন আওয়ামীলগ সরকার গরীব দুঃস্থবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গলী জাতীর অহংকার। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলার প্রতিটি মানুষের দৌড়গোড়ায় সেবা পৌছে দিতে হবে। প্রত্যেক জন ভাতাভোগী চার কিস্তিতে মোট ১২ হাজার টাকা পাবে।