নিজস্ব প্রতিবেদক ঃ নাসিক ১নং ওয়ার্ডে উম্মক্ত আলোচনা, জনতার মুখমূখী কাউন্সিলর ফারুক। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহন নিশ্চিত করনের লক্ষ্যে জাইকার অর্থায়নে চলমান সিটি গর্ভানেন্স প্রকল্প(সিপিজি)এর আওতায় উম্মক্ত আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল রোববার বিকেল ৩ টায় ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী পি,এম একাডেমী রোডে এ উন্মক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ ওয়ার্ডবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন কাউন্সিলর ওমর ফারুক ও নারী কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফর। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গত ১’বছরে ১’নং ওয়ার্ডে ৪৫’কোটি ৫’লাখ ৫৬’হাজার টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে দাবি করে ওমর ফারুক আরো বলেন, চলমান রাস্তা ও ড্রেন নিমাণ কাজ শেষ হলে বাকী রাস্তার কাজ করার জন্য নতুন টেন্ডার হবে। জনতার দাবির প্রেক্তিতে ১ নং ওয়ার্ডে একটি খেলার মাঠ, একটি সরকারি স্বাস্থ্য কন্দ্র, একটি কমিউনিটি সেন্টার ও গরীব অসহায় রোগীদের জন্য নিজ অর্থায়নে ১ টি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার প্রতিশ্রুতি দেন কাউন্সিলর ওমর ফারুক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ, উপ-সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, সিটির সিদ্ধিরগঞ্জ অঞ্চলের কর কর্মকর্তা মোঃ হান্নান মিয়া ও ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর। সভায় ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ মন খোলে বিভিন্ন দাবি ও প্রশ্ন উত্থাপন করেন। অধিকাংশ লোকই রাস্তার সমস্যা তুলের ধরেন বেশী। এছাড়াও মাদক নির্মূল ও মশা নিধনের বিষয়টিও তুলে ধরেন সাধারণ মানুষ। সভায় কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।