আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিক বিএনপির মেয়র প্রার্থীর ত্রাণ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের ১৭নং ওয়ার্ডের পাইকাপাড়ার ভূইয়াপাড়ায় অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। শুক্রবার (৮ মে) সকালে লকডাউনের কারনে কর্মহীন মানুষজনের মাঝে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন তিনি।

খাদ্য সামগ্রী বিরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোকন ভুইয়া, সাবেক নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মন্টু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মনজুরুল আলম মুসা, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহীম আহমেদ বাবু, দ, মহানগর যুবদল নেতা রিদয় ভুইয়া, মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক অপু রহমান, মহানগর মহিলাদল নেত্রী ডলি আহমেসানি ভুইয়া, রুবেল, হারুন, সোহেল, জীবন, ইমন, অপু ভুইয়া, উৎপল ভুইয়া, সাহেনশাহ ভুইয়া, বাপ্পা ভুইয়া, শিশির ভুইয়া, পিন্টু ভুইয়া, আরমান ভুইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় এড. সাখাওয়াত বলেন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এ লড়াইয়ে জিততে হলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। নিজে সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যকেও নিরাপদে রাখতে হবে। আমরা সবাই বেশী বেশী করে আল্লাহকে ডাকবো, ঘরে বসে ইবাদত বন্দেগী করবো। নিশ্চয়ই আল্লাহর রহমতে আমরা এই গজব থেকে মুক্তি পাবো।

নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিপদের দিনে সকলকে ঐক্য ধরে রাখতে হবে। সকলে মিলেমিশে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে আগামী দিনের লক্ষ্যে এগিয়ে চলতে হবে।

নারায়ণগঞ্জ বিএনপির সামর্থবান নেতাদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান লকডাউনের কারনে অনেক নেতাকর্মী মানবেতর জীবন যাপন করছেন। আমরা যারা সামর্থবান আছি আমাদের উচিত হবে এসব অসহায় নেতাকর্মীদের পাশে দাড়ানো। কারন এসব তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ, এই বিপদের সময়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

প্রসঙ্গত , ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন এড. সাখাওয়াত হোসেন খান । সেই নির্বাচনে তিনি হেরে গেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর কাছে।