আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিক তৎপর, আইভীর স্যালুট

সংবাদচর্চা রিপোর্ট:

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন  তৎপরতার সাথে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এ কার্যক্রমের মধ্যে কন্ট্রোলরুম স্থাপন , নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল অঞ্চলে ৩টি মেডিকেল টিমে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী টেলি স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করছেন। করোনা ভাইরাস সনাক্তের জন্য বাড়ি-বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ, নগরীর বিভিন্ন স্থানে ক্লোরিন মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো, সচেতনতা মূলক প্রচারণা, পরিস্কার পরিছন্নতা সহ মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া ২৭টি ওয়ার্ডে ৩৬ জন কাউন্সিলরদের সহযোগিতায় দুঃস্থ, কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের মাঝে বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সিটি কর্পোরেশনের বিশেষ টিমের সহায়তায় করোনায় আক্রান্ত মৃতদেহ বাড়ি থেকে এনে দাফন-কাফন ও সৎকার কাজ করছে। বিশ্বের এই ক্রান্তিকালে সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তা/কর্মচারীগণ  মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর দিকনির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় কাজ করায় মেয়র আইভী  সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের স্যালুট জানিয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ