আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিক টিম বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছে

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাসে বিপর্যস্ত নারায়ণগঞ্জ। করোনা রোগীর সংখ্যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সবচেয়ে বেশি। করোনা পরিস্থিতি মোকাবেলায় নাসিক মেয়র ডাক্তার সেলিনা আইভী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। গঠন করেছে নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টিম। টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাচ্ছে। শুক্রবার ( ১ মে) নগরীর বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেছে নাসিক মেডিকেল টিম। নগরবাসীর পাশাপাশি র‌্যাব-১১ এর সদস্যদেরও নমুনা সংগ্রহ করছেন তারা।

এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় নাসিক তালিকা করে সরকারি ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে।  শুক্রবার ( ১মে ) নিজ নিজ এলাকায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেন নাসিক কাউন্সিলর মোঃ কবীর হোসাইন, আব্দুল করিম বাবু ,সুলতান আহম্মেদ , রুহুল আমিন মোল্লা,  শিউলি নওশাদ । সরকারী ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অনেক কাউন্সিলর। নগরবাসীর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য চালু রেখেছে হটলাইন । করোনায় মৃত ব্যক্তির দাফন সিটি কর্পোরেশনের উদ্যোগে করা হচ্ছে। সড়কে জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দেওয়া কোভিড-১৯ টেস্টিং বুথ স্থাপন করা হয়েছে।