আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিকে মতবিনিময় সভা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নাসিকের গৃহীত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে, ত্রাণ বিতরণ কাজে দায়িত্বরত ট্যাগ অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের সভা কক্ষে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন। সভায় সংশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত করোনা ভাইরাস নারায়ণগঞ্জে মহামারি আকার ধারণ করছে। করোনা প্রতিরোধে নাসিক মেয়র, কাউন্সিলরসহ কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । তালিকা করে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিচ্ছে নাসিক। রাস্তায় জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। চালু রয়েছে টেলি স্বাস্থ্য সেবা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ৩ টি অঞ্চলে ভাগ করা হয়েছে। ৯ জন ডাক্তার নগরবাসীর স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিচ্ছে। করোনার নমুনা সংগ্রহে নাসিকের টিম কাজ করছে। মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে নগরবাসীকে সচেতন হওয়ার অনুরোধ করেছেন। তিনি সবাইকে ঘরে থাকতে বলেছেন।