আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিকের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য রেকর্ড পরিমাণ বাজেটে ঘাষণা করা হয়েছে। এবারের বাজেটের পরিমাণ ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকা।

১৪ জুলাই রোববার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গনে ওই বাজেট ঘোষণা করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এছাড়াও সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।  গত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার ছিলো  ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা ।

 

প্রস্তাবিত বাজেটে বাজেটে শহরের বাবুরাইল খালকে আধুনিকায়তান, বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেনের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া সিটি করপোরেশেনের বেশ কয়েকটি ওয়ার্ডে স্বাস্থ্য সেবার উন্নতিকরণ, মাঠ ও জলাধার সংরক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেটে সেতু, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মান, দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনার সংস্কার, খেলাধুলার মানোন্নয়ন ও রাস্তার বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এদিকে এডিবি, সিজিপি, এমজিএসপি, এডিপি প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মান, পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো খননের মাধ্যমে জলাশয় সংরক্ষণে বরাদ্দ রাখা হয়েছে।