লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর সিংগীমারী ও মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার উত্তর সিংগীমারী গ্রামের আমিনুল হকের পুত্র আওলাদ হোসেন(৩৭), একই গ্রামের মৃত তরিক উদ্দিনের পুত্র আইয়ুব আলী(৪৫) এবং উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের গোলজার হোসেনের স্ত্রী সফিয়া বেগম(৩৮)।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের উপজেলার উত্তর সিংগীমারী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ গাঁজাসহ আওলাদ ও আইয়ুবকে আটক করা হয়। আর মধ্য গড্ডিমারী গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সফিয়া বেগমকে আটক করা হয়। তাদেও বিরুদ্ধে থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলায় আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।