আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে নারী উদ্যোক্তাদের ঈদ মেলা

নারী উদ্যোক্তা

নারী উদ্যোক্তা

 

নিজস্ব প্রতিবেদক:
ফেইসবুকে মেয়েদের গ্রুপ নারায়নগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠনের আয়োজনে থাকছে দুইদিন ব্যাপী মেলা। আর মাত্র ১দিন পরেই ঈদ উপলক্ষে দুইদিন ব্যাপী এই মেলার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোজার মাঝে রোজা রেখে শপিং করাটাও অনেক কষ্টকর হয়ে যায়। আবার রাতে তারাবির নামাজ সব নিয়ে মনমত শপিংটা আর করা হয় না। তাই তাই ঈদ উপলক্ষে ঈদের ও রোজার আগে মেলার আয়োজন।
মেলায় থাকছে বিশাল ডিসকাউন্ট। এছাড়াও থাকছে দেশী-বিদেশী প্রোডাক্ট নিয়ে এবং নিজস্ব ডিজাইন এর পোশাক। আর এই পোশাক নিয়ে থাকছে ৪০টা স্টল নিয়ে আয়োজন করা হয়েছে ঈদ মেলা। আরও থাকছে ইন্ডিয়ান, পাকিস্তানি, স্ক্রিনপ্রিন্ট ব্লক, বাটিকের থ্রী পিস, শাড়ি, ড্রেস, অরনামেন্টস, কসমেটিক্স, জুতা, পাঞ্জাবীসহ আরও অনেক কিছু। থাকবে এসির সুব্যবস্থা। থাকবে ফুড কোড। সব সময়ের মতই থাকবে লগ্ন ইভেন্ট পার্টনার হিসেবে। একটু ভিন্ন ভাবে থাকবে লগ্নর আলাদা ডেকোরেটেড প্যাভিলিয়ন।
মেলা শুরু হবে আগামী ১৪ ও ১৫ মে বাঁধন কমিউনিটি সেন্টার ৩য় তলা। মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।