নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, নারীরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। কোন স্ত্রী যদি ডাক্তার হয় রাজনীতিবিদ হয় ওই স্ত্রীর স্বামী লাভবান হয় । কারণ তখন সন্তানদের লেখাপাড়ার জন্য স্বামী কে চিন্তা করতে হয় না। মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, নারীর ক্ষমতায়নের অগ্রদূত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আর রূপগঞ্জে মহিলা লীগ যুব মহিলা লীগের নেতাকর্মীদের কাছে নারী জাগরণের অগ্রদূত হাছিনা গাজী। আমি যখন জেলে পড়ে ছিলাম তখন আমার স্ত্রী হাছিনা গাজী আমাকে কিভাবে জেল থেকে মুক্ত করে নিয়ে এসেছিলো তা ভাবতে অবাক লাগে। স্ত্রী যখন স্বামী কে সহযোগিতা করে তখন স্বামী নির্ভিগ্নে কাজ করতে পারে। সুতারাং নারীর ক্ষমতায়নে পুরুষরা লাভবান হচ্ছে।
বৃহষ্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অগ্নিঝড়া মার্চে কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক শিক্ষার বিকল্প নেই। প্রত্যেকটা স্কুল কলেজে আধুনিক শিক্ষা চালু করতে হবে।
মন্ত্রী সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা মেয়েদের কে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাবেন। কোন মেয়ে হয়রানীর শিকার না হয় সে দিকে লক্ষ রাখবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো তা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে ।
অনুষ্ঠানে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।
এছাড়া সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বীর প্রতীক গাজী অডিটরিয়াম ও মাল্টিপারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন গোলাম দস্তগীর গাজী । তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন ।