আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারীদের বাদ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ সম্ভব নয়:হাছিনা গাজী

নারীদের বাদ দিয়ে

নারীদের বাদ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ সম্ভব নয়:হাছিনা গাজীনারীদের বাদ দিয়েসংবাদচর্চা ডেস্ক:

নারীদের বাদ দিয়ে বঙ্গবন্ধুর ক্ষুদা দারিদ্র শোষণ মুক্ত স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার মেয়র সাংসদ পত্নী  হাছিনা গাজী

মঙ্গলবার  উপ‌জেলার খাদুন এলাকায় তারা‌ব পৌরসভা কার্যাল‌য়ের অ‌ডি‌টো‌রিয়া‌মে ২০১৬-১৭ অর্থ বছ‌রের কর্মজী‌বি ল্যাক‌টে‌টিং মাদার সহায়ত‌া তহ‌বিল কর্মসূ‌চির অাওতায় হেলথক্যাম্প ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির ভাষনে হাছিনা গাজী বলেন:- পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক নারী তাই সমাজের অর্ধেক অংশবাদ দিয়ে বাংলাদেশ তথ্য বিশ্বের কোন দেশের উন্নয়ন সম্ভব নয়।নারীদের ধর্মীয় কুসংস্কারের বেড়া জাল ভেদ করে কর্ম ক্ষেত্রে বেড়িয়ে আসতে হবে।নারীদেরকে বেশি বেশি সুযোগ দিতে হবে কর্ম ক্ষেত্রে আসতে

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে মেয়র বলেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।দেশের সকল ক্ষেত্রে নারী  দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।  নারীরা  যদি শিক্ষিত ও কর্মঠ হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ও সু-শিক্ষিত ও কর্মঠ হবে।

অনুষ্ঠা‌নে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌ফিজা বেগম, তারা‌ব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,  নির্বাহী প্র‌কৌশলী জেড এম অা‌নোয়ার, স‌চিব তাজুল ইসলাম, কাউ‌ন্সিলর র‌ফিকুল ইসলাম ম‌নির ও রা‌সেল সিকদারসহ অ‌নে‌কে।