নারায়নগঞ্জ প্রতিনিধিঃ- নারায়নগঞ্জ সদর উপজেলায় ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নাঃগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন সরকারী কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে লিফলেট বিতরন ও আলোচনা করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ,সাধারন সম্পাদক আক্তার হোসেন, সদস্য আসাদুর রহমান সানি।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এ আর মিলন-প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক ফতুল্লা প্রেস ক্লাব, মোঃ মোতালেব-নির্বাহী সম্পাদক বাসক, আলী আকবর ফতুল্লা ইউপি সদস্য, মিজানুর রহমান-প্রকল্প সহকারী নারায়নগঞ্জ সদর উপজেলা। সুরাইয়া আসরাফি জুলি-মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়নগঞ্জ সদর উপজেলা এর সাথে ভেজাল প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়। তিনি ভেজাল প্রতিরোধে নারায়নগঞ্জ জেলা কমিটিকে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। জনসচেতনতার লক্ষ্যে ব্যপক কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে জানান জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটি। কর্মসূচী সফল করার জন্য সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেন।