আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন কমিটিতে সোনারগাঁয়ের ৫ জন

মাজহারুল ইসলাম: বাংলাদেশ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।এ কমিটিতে সোনারগাঁয়ের ৫ আওয়ামীলীগ নেতার স্থান হয়েছে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ।
সোনারগাঁ থেকে নারায়নগঞ্জ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক পদে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সহযোগী ও আওয়ামীলীগ নেতা আবু জাফর চৌধূরী বীরু,শিক্ষা ও বানিজ্য বিষয়ক সম্পাদক হয়েছেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র ভাই এস এম জাহাঙ্গীর হোসেন,সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক এমপি কায়সার হাসনাত,সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া।
এ বিষয়ে জানতে চাইলে ডাঃ বীরু বলেন মাননীয় প্রধান মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং আমার নিজ দায়িত্বভার ঠিক ভাবে বহনের মাধ্যমে সোনারগাঁবাসীর কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারলেই প্রধান মন্ত্রী শেখ হাসিনার মান রক্ষা করতে পারবো বলে আমার বিশ্বাস।